'পদ্মা নদীর মাঝি' নাটক : একটা সাহসী পদক্ষেপ
কাকলী দেব
S I R-এর সময়ে দাঁড়িয়ে আবার নতুন করে মানিক বন্দ্যোপাধ্যায়ের "পদ্মা নদীর মাঝি"কে নাট্যরূপ দেওয়া একটা সাহসী পদক্ষেপ। নাট্যকার একটি কঠিন কাজ অত্যন্ত দক্ষতায় সম্পন্ন করেছেন।
বংশ পরম্পরায় মানুষগুলোর যে মাটিতে বসবাস, তাদের শেকড় যেখানে, সেখানে তাদেরকেই আবার তার প্রমাণ দিতে বাধ্য করছে তখনকার জমিদার আর এখনকার সরকার। সময় টা শুধু বদলেছে, কালচক্রের রথে এগিয়েছে পৃথিবী। কিন্ত শোষণের ধারাটা একই রয়ে গেছে এখনও।
নাট্যকার অত্যন্ত মুন্সিয়ানা পরিচয় দেন, এরকম একটি উপন্যাসকে মঞ্চস্থ করতে। মানিক বন্দ্যোপাধ্যায় নিজে এইসব প্রান্তিক মানুষদের সাথে থেকে, তাদের জীবনের সুখ দুঃখ, প্রতিকূলতা, অসহনীয় দারিদ্রকে কী নিপুন ভাবে ফুটিয়ে তুলেছেন তার লেখনীর মাধ্যমে। আজ তা ভেবে আমাদের অবাক লাগে। পৃথিবীর যেসব অসাধারণ সাহিত্য কর্ম রয়েছে, তার মধ্যে এটি অনায়াসে নিজের জায়গা করে নিয়েছে।
প্রত্যেকটি কুশীলব যে নিজের নিজের চরিত্র এইভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন, সেটার কৃতিত্বের দাবীদার ও পরিচালক। প্রপস্গুলোর ব্যবহার দর্শকদের চমৎকৃত করে। তপন থিয়েটার যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ম্রিয়মান। তবুও এইরকম একটি মঞ্চে, এতগুলো চরিত্র কী অপূর্ব একটি নাটক পরিবেশন করে দেখালেন। নাটকটি নান্দনিকতা অটুট রেখে নাচে গানে, হাসিতে কান্নায় দর্শকদের মাতিয়ে রেখেছে।
এটা ইউরোপের যে কোনও মিউজিকাল অপেরার সাথে তুলনীয়, এ কথা হলফ করে বলতে পারি। লন্ডনের দুটি বিখ্যাত মিউজিকাল অপেরা দেখার সৌভাগ্য হয়েছিল, তাতেই জানি ওরা যেরকম আর্থিক সাহায্য পায় তাতে ঐ ধরনের স্পেকটাকুলার শো করা স্বাভাবিক।
সঙ্গীত তো এই নাটকের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। সেখানেও দারুণ কাজ করেছেন প্রত্যেক গায়ক গায়িকা। আলো এবং সাউন্ডের ব্যবহার সুন্দর । পার্থপ্রতিম দেবের এই কাজটি তার যথাযোগ্য সম্মান লাভ করবে, এই আশা রাখি।
===============
kakali deb
Newtown
Kolkata 700160
Comments
Post a Comment