দুটি কবিতা ।। সুশান্ত সেন
১ এখন
মুক্ত বেণীর গঙ্গা জানি যে জড়িয়ে রয়েছে বঙ্গে
আমরা বাঙালি বাস করি সেই মুক্ত ধারার সঙ্গে।
যদিও এখন বাংলা মায়ের বুক ফেটে ঝরে কান্না
তবুও আমরা ঝালমুড়ি ছেড়ে বিরিয়ানি করি রান্না।
ঘরের ছেলেরা চলে যায় দূরে দুই চোখ ভরা স্বপ্নে
শটার ট্যাঁকেতে গুঁজে ধমকাই - এখন বাপের নাম নে।
উন্নতি নিয়ে ডাংগুলি খেলে ছিঁড়ে চলে গেল ঘুড়িটা
নিমেষে কখন হারিয়ে গেল রে টিউশিনি ফেরা ছুড়িটা।
২ শব্দ
শব্দের ভেতর দিয়ে রেলগাড়ি চলে যায় যখন তখন
নিনাদ হলেই ভয়ংকর শব্দ হবে
এইরূপ কথা থাকে না ।
কাটা ঘুড়ি গুলি সুতো নিয়ে দৌড়ায় নিজেদের ইচ্ছায়
আকাশে, মাটিতে।
শব্দ নিয়ে খেলা করে
মন'টাকে ছুঁতে চায় অক্ষম আঙুল
শব্দ হয় বড়ো শব্দ হয়।
শব্দের ভেতর রেলগাড়ি দৌড়াতে থাকে।
=============
সুশান্ত সেন
শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০

Comments
Post a Comment