উৎস-কথা
প্রাণেশ পাল
জীবন ও মৃত্যুর উৎস অন্বেষণে
পৌঁছে যাই গঙ্গোত্রী হিমবাহে
গোমুখের জমাট বরফ শীতল জল
অগ্নিজাত শুদ্ধতায় নব জীবনের গান!
পাহাড়ের চড়াই উৎড়াই বেয়ে
শুদ্ধ, স্বচ্ছ জলধারায়
বয়ে চলে কর্মব্যস্ত জীবন!
সমতলের দূষিত আবর্জনায় দুর্বিষহ জীবন
দুর্নীতি, সন্ত্রাস, উগ্র ধর্মান্ধতা,ধর্ষণ
জীবনের বাঁকে বাঁকে অবরুদ্ধ স্থবির সময়
স্থবিরতায় জীবন থেমে থাকে না !
দূষণের পঙ্কিল আবর্জনা সাথে
মৃত্যুর উৎস-কথা শুনতে পৌঁছে যাই
বেনারসের মর্ণিকর্ণিকা ঘাটে!
মৃত্যুর উৎস-কথা আর শোনা হয় না
নদীর উজান বেয়ে উৎস-কথা
ভেসে চলে জীবনের উৎস সন্ধানে!
============
প্রাণেশ পাল
আই.টি.আই.দক্ষিণ (পাল হাউস)
ওয়ার্ড নং-9.পো.ও জে-কোচবিহার
পিন-736101.
Comments
Post a Comment