নতুন আলোর দেশে
অঙ্কিতা পাল (বিশ্বাস )
হেমন্তের প্রভাতী সুরে.......
মিষ্টি হলুদ পাখি,
বসে আম গাছের ডালে।
বাদামি গাং শালিকের দল
" কিচিরমিচির - কিচিরমিচির "......
পানকৌড়ি উঁড়ে চলে
শত শত ।
সাদা বকটি এক লাফে
মাছ নিয়ে যায়।
নীল মাছরাঙ্গা পাখি
ভারি অবাক নয়নে!
তাই চেয়ে রয়।
মাঠ ভরা সবুজ কপির ক্ষেতে
সোনালী রোদের ঝিকিমিকি আলো।
বাতাসে বয়ে যাওয়া
আলতো হিমেল পরশ।
রংবেরঙের বাহারি ফুল
কেবলই ফুটে উঠেছে ;
তাই চঞ্চল প্রজাপতি
মিলেছে আজ পাখার বাহার ।
পড়ন্ত বিকেলে
একটু ছাদে দাঁড়ালেই -
দেখতে পাই যুগল টিয়া পাখি ,
নীল আকাশের বুক থেকে
প্রেমের গান গাইতে গাইতে........
কোথাও যেন হারিয়ে মিশে যায়।।
এ যেন এক অন্য অনুভূতি ;
একে অপরের সাথে অটুট বন্ধনে নিজেদের বেঁধে ফেলেছে,
কখন কে জানে?
এভাবেই সন্ধ্যে এলো নেমে
পাখির দল বাসায় গেলো ফিরে,
ঝিঁঝি ডাকে পাশের বাঁশ বনে।
ওই যে ওই ঝোপের আড়ালে
শোনা যায় শিয়ালের ডাক।
আঁধার আকাশে তারার মাঝে
নিজেকে কখন হারিয়ে ফেলেছি ;
এবার তবে ফিরতে হবে
নতুন আলোর দেশে।।
=====================
নাম - অঙ্কিতা পাল (বিশ্বাস )
ভাঙ্গড় দক্ষিণ চব্বিশ পরগনা
মিষ্টি হলুদ পাখি,
বসে আম গাছের ডালে।
বাদামি গাং শালিকের দল
" কিচিরমিচির - কিচিরমিচির "......
পানকৌড়ি উঁড়ে চলে
শত শত ।
সাদা বকটি এক লাফে
মাছ নিয়ে যায়।
নীল মাছরাঙ্গা পাখি
ভারি অবাক নয়নে!
তাই চেয়ে রয়।
মাঠ ভরা সবুজ কপির ক্ষেতে
সোনালী রোদের ঝিকিমিকি আলো।
বাতাসে বয়ে যাওয়া
আলতো হিমেল পরশ।
রংবেরঙের বাহারি ফুল
কেবলই ফুটে উঠেছে ;
তাই চঞ্চল প্রজাপতি
মিলেছে আজ পাখার বাহার ।
পড়ন্ত বিকেলে
একটু ছাদে দাঁড়ালেই -
দেখতে পাই যুগল টিয়া পাখি ,
নীল আকাশের বুক থেকে
প্রেমের গান গাইতে গাইতে........
কোথাও যেন হারিয়ে মিশে যায়।।
এ যেন এক অন্য অনুভূতি ;
একে অপরের সাথে অটুট বন্ধনে নিজেদের বেঁধে ফেলেছে,
কখন কে জানে?
এভাবেই সন্ধ্যে এলো নেমে
পাখির দল বাসায় গেলো ফিরে,
ঝিঁঝি ডাকে পাশের বাঁশ বনে।
ওই যে ওই ঝোপের আড়ালে
শোনা যায় শিয়ালের ডাক।
আঁধার আকাশে তারার মাঝে
নিজেকে কখন হারিয়ে ফেলেছি ;
এবার তবে ফিরতে হবে
নতুন আলোর দেশে।।
=====================
নাম - অঙ্কিতা পাল (বিশ্বাস )
ভাঙ্গড় দক্ষিণ চব্বিশ পরগনা
Comments
Post a Comment