হে বঙ্গবাসী, আর কত কতোদিন!
অশোক দাশ
হে বঙ্গবাসী, আর কত কতোদিন
থাকবে ঘুম ঘোরে
অন্ধকারে ,
মেরুদণ্ড বিকিয়ে
শৃঙ্খলিত দাসত্বে
নতজানু হয়ে?
ঐতিহ্য পরম্পরা বিসর্জন দিয়ে
মীরজাফরের মুখোশ পরে
বিশ্বাসঘাতকের তকমা বুকে
যারা মানুষের হৃদয়টাকে ভেঙে
টুকরো টুকরো করে দিতে চায়,
যাদের কাছে ক্ষমতার মসনদটাই বড়ো
তাঁদের তাবেদারী গোলামী করে
বাঁচা-কে কি মনুষ্যত্বের বাঁচা বলে?
ক্ষমতার মধু লুটেপুটে খাওয়ার
একচেটিয়া মৌরসি পাট্টা বজায় রাখতে
ওরা মানুষের মুখে ছুঁড়ে মারে
সিকি আধুলি
ভিক্ষাপাত্র হাতে শিরদাঁড়া বাঁকিয়ে
মানুষকে ওরা ভিখিরি বানিয়ে রাখতে চায় চিরটাকাল।
হে বঙ্গবাসী, আর কত কতোদিন
অমাবস্যার অন্ধকারে মুখ লুকিয়ে থাকবে!
পূর্ণিমার চাঁদ কি অধরা থেকেই যাবে!!
এইতো সময়
এখন যৌবন বুকে উথাল পাথাল ঢেউ
রক্তে বাজে যুদ্ধের দামামা
ঝাঁপিয়ে পড়ো ছদ্মবেশী শোষকের মঞ্জিলে
ছিঁড়ে টুকরো টুকরো করো
তাদের গর্বদ্ধোত অহংকার,
পাপের প্রাসাদ।
শঙ্খনিনাদে সমবেত হোক অযুত সেনানি
তাদের অমিত বিক্রমে
মরা নদীতে আসুক জোয়ার
গাছে গাছে ফুটে উঠুক বর্ণালী ফুলের সম্ভার
নিরাশ্রয় দুখী বুড়ি আশ্রয় পাক
বেকার রঞ্জনরা হাতে পাক কাজ
শতনন্দিনী নির্ভয়ে নিরাপদে
খুশি আনন্দে বিচরণ করুক সর্বত্র।
মন্দির মসজিদ গির্জা নয়
গড়ে উঠুক মানবতার দেবালয় বিদ্যালয়
নব কলেবরে নির্মিত হোক
বৃহৎ কলকারখানা
চিমনিতে উঠুক ধোঁয়া
গড়ে উঠুক হাসপাতাল মানুষের আরোগ্য নিকেতন।
==============
অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।

Comments
Post a Comment