শীত
লালন চাঁদ
ঘরের দরজা বন্ধ জানালা বন্ধ
তবু শীত আসে
হাওয়া আসে
বাইরে শিশির ঝরে
কুয়াশায় ঢেকে যায় ভুবন।
সারাদিন মেঘলা আকাশ
আবছা আঁধার
শরীর কাঁপে থরথর
ইচ্ছে হয় সারাদিন শুয়ে থাকি বিছানায়।
গিন্নি আসে
প্লেটে শীতের মোয়া
আতপের সুগন্ধ পিঠে পুলি
ক্ষীর পায়েস
নলেন গুঁড়ের সেই ম ম সুবাস।
ভাবি শীত থাক সারা বছর
খাই দাই ঘুরি এখানে ওখানে আড্ডা জমাই
তবু বাড়ি এলে শীতে জমে হৃদয়
বিরক্তি লাগে
না শীত চাই না
তবু মন চায় শীত থাক আরো কিছুদিন।
--------------------------------
লালন চাঁদ
গ্রাম + পোস্ট = কুমারগঞ্জ।
জেলা = দক্ষিণ দিনাজপুর।
Comments
Post a Comment