মায়াবী নীল
অভিজিত বসু মল্লিক
নদীর পাড়ে বসে ছিলাম একাকী।
নীলরঙা জল ফিসফিসিয়ে বলল —
"আয়, চলে আয়!
আয়, ডুব দে রে তুই নীল দরিয়ায়।
সেথা দুইজনে উঠব মেতে লীলাখেলায়,
বাঁধন সকল ছিন্ন করে—
আয়, চলে আয়!"
সেই শুনে আকাশ দেখি—
বেদম রেগে মুখ ফোলায়,
বলে— "রূপের কমতি নেই কো আমার,
আয়, চলে আয়!
নীল রঙেতে রাঙিয়ে দেবো,
ভাসিয়ে দেবো
নব-যৌবনের আলোকচ্ছটায়।"
এসব শুনে চোখের সাথে মনেও আজ
নীল রং লেগে যায়।
এক ডুব দিয়ে নদীর জলে,
ভাবনা হারায় প্রেম-বিলাসে প্রমোদপথে।
সেই দরিয়া থেকে সটান নৌকা চেপে
আকাশ পানে ধাওয়া করে মন
দিগন্তরেখার বিস্তৃত পথে।
আমার যখন
নীলাভ তোমার মায়াবী চোখে দৃষ্টি পড়ে,
আমার চোখ সেই নীল রঙে লীন হয়ে যায়।
উদাসী মন অস্ফুটে শুধু বলে ওঠে—
"একসাথে বাঁধবো ঘর—
নীল আকাশের নিচে,
আয়, চলে আয়।"
রূপের মোহে মন সহজেই হারিয়ে যায়;
তোমার চোখের নীলবর্ণ
মনের জগৎ সিক্ত করে,
হৃদয়কেও আজ ভেজাতে চায়।
কিন্তু নীলাভ আভা বোঝে না হায়—
অমৃত পানের নেশায় করেছি বিষ পান,
সারা দেহ তাই নীল হয়েছে,
সেই নীলেই, দুনিয়া আজ নীল দেখায়।
Abhijit Basu Mallick
Satyendranath Majumder Sarani
P.O- Kalighat
Kolkata-700027
Comments
Post a Comment