কবিতাগুচ্ছ ।। মেশকাতুন নাহার ১. বিধির অভিশাপ সরকারি হবো সরকারি হবো ছিল বড়োই যে সাধ, এখন দেখি সরকারি হওয়া আমারই অপরাধ। সাতটি বছর পার হলেও পাইনি নিজ অধিকার, স্থায়ীকরণ,পদোন্নতিটা অতি সত্বরই দরকার। জনস্বার্থে সরকারি হয়েছে,বল আমার কীসে ভুল? বিধিরই চক্রে গ্রেড বক্রে, ভেঙেছে মনেরই কুল। প্রভাষক থেকেই বিদায় নিচ্ছে হাজার হাজার লোক, নীরব চিৎকার,নেই শোধাবার,প্রাণে বইছে শোক। বদলী চালু নেই বলেই তো চলছে ভাই অনিয়ম, একই জায়গায় থেকে থেকে লড়াই চলে হরদম। দিন দিনই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কমছে যতই, ছাত্রছাত্রীর ফলাফলের মান নামছে নীচে ততই। বিকলাঙ্গ সামাজিক অবস্থান দুঃখ মনেরই মাঝে, বঞ্চনারই শিকার হয়েছি আঠারো বিধিরই ভাঁজে। চাই অধিকার,চাই মর্যাদা,অভিশাপের অবসান, সকল ভেদাভেদ দূর করতে গাহিবো সাম্যের গান। ২. ভালোবাসার রঙধনু ইচ্ছে মতো রঙধনু টা উঠে আকাশ নীলে, সাজিয়ে দেয় এই আমাকে সাতটি রঙে মিলে। বর্ষণ শেষে ক্লান্তি ধুয়ে দেয় সে মুচকি হাসি, নানান বর্ণে দীপ জ্বালিয়ে বলে ভালোবাসি। ওই মেঘেরা যেই না উড়ে ঝরে পড়ে ঘাসে, রঙধনু টা ঠিক তখনই চুপিসারে আসে। অব...
Comments
Post a Comment