ডিসেম্বর
কমল মজুমদার
উত্তুরে হাওয়ায় যখন হিম নেমে আসে
ঘাসের আগায় যখন শীতের ফিসফিসানি
কুয়াশায় ভেজা গাছের পাতা যখন খোঁজে উত্তাপ
এক চিলতে আদুরে রোদ্দুর নিয়ে আসে ডিসেম্বর |
শীতের আগুন এগিয়ে আসে বাসনা শরীরে
ঠোঁটের কোষে কোষে লেগে থাকে উষ্ণতার স্পর্শ
শীতের নিবিড় সন্ধ্যায় নেমে আসে একান্ত আদর
নক্ষত্রের কল্পিত চোখে ধরা পড়ে যৌবনের চুম্বন |
একটা ডিসেম্বর তৈরী করে প্রেমের ইস্তেহার
উপবাসী শরীরে রচিত হয় কামের পদ্মপুকুর
কফির তুফানে লেখা হতে থাকে প্রেমের কবিতা
কুয়াশা খুঁজে নেয় হৃদয়ের অলিগলি |
শীতের জলজ স্বপ্নে আঁকা হয় নিকোনো উঠোন
প্রবল শৈত্যের ইশারায় জ্বলে ওঠে নক্ষত্রের আলো
গোপনে জেগে ওঠে ছন্নছাড়া ইচ্ছের রেনু
কল্পনার জগতে খেলতে থাকে নগ্ন রাত |
===============
কমল মজুমদার
১১/জে, পাঠবাড়ি লেন
আড়িয়াদহ, কলকাতা - ৫৭

Comments
Post a Comment