সো না র খাঁ চা
সফিউল মল্লিক
অদ্ভুত এক লতায় জড়ানো জীবন অস্থিরতায় ভুগছে।
লতা নামক জটিলতা কেমন করে খোঁজে?
শুধু তোমাকেই ভালোবেসে যন্ত্রনার আলোয়
দুমুঠো আদরে ভিক্ষে চেয়েছি নীরবে...
ভাঙা হৃদয়ের নিবিড় দরিদ্র এই শহরে!
অনিশ্চিত মুখোশগুলো সমুদ্রের মৃত সৈকতের বালির মতো হয়,
যতই হাতের মুঠো শক্ত করে ধরি না কেন...
ফাঁক পেলেই বেরিয়ে যাবে নির্জন গভীর বনের পথের দিকে...
অনেক কষ্টে যত্ন করে ভালোবেসে ছিলাম তোমায়...
কিন্তু,তোমার কাছে আমার ভালোবাসাটা মাথার বোঝা হয়ে দাঁড়িয়ে ছিল,
তাই তুমি আমায় ছেড়ে চলে গেলে...
কিছু প্রশ্ন উত্তরহীন থাকাটাই শ্রেয় হয়।
কারণ, সব ব্যাখ্যা অনুভূতির মর্যাদায় একেবারে নষ্ট হয়ে যায়।
নীরব দুঃখের আড়ালে জমে থাকে
অজস্র অনুক্ত বেদনা,
যা সহজেই আমায় সবসময় আবদ্ধ রাখে!
যেখানে দিনরাত শব্দও হারায় তার স্বর।
আর হৃদয়ের গহীনে নির্বিঘ্নে ডুবে যায়
নৈঃশব্দ্যের গভীরতায় মনের স্বচ্ছতার আলো নিয়ে।
জীবনের মূল্যবান সময় জানিয়ে দেয়,
সব পাখি সোনার খাঁচার যোগ্য না,
কিছু ভিন্ন পাখিও সুখের আশায় অতিথি হয়ে বসে থাকে...
_______________
সফিউল মল্লিক।
গ্রাম:-জগৎবল্লভপুর।
পোস্ট:-মায়াপুর।
থানা:-বজবজ।
জেলা:-দক্ষিণ চব্বিশ পরগনা।
পিন নম্বর:-৭৪৩৩১৮.
Comments
Post a Comment