উধাও
অঞ্জনা গোড়িয়া সাউ
হঠাৎ টেবিল থেকে "আমার বই" উধাও।
সবার ব্যাগ চেক করা হল।
যার বই হারিয়েছে,তারও ব্যাগ দেখা হল।কোথাও খুঁজে পাওয়া গেল না।এদিকে মেঘলা মানে (যার বই হারিয়েছে)কেঁদে ভাসাচ্ছে।
আমার বই এখুনি খুঁজে দিতে হবে। নইলে মা খুব বকবে।
সামনেই পরীক্ষা। বই হারিয়ে তাকে আর ধরে রাখা দায়।
আমিও চিন্তায় পড়ে গেলাম। ক্লাসের মধ্যে থেকে বইটা গেল কোথায়?
অফিস ঘরের টেবিল,আমার ব্যাগ, রান্নাঘর সব জায়গায় খোঁজা হল। কিছুতেই পাওয়া গেল না।
মেঘলার কান্নার কারণে একটা নতুন বই দিয়ে বললাম, পরীক্ষা শেষে ফেরত দিস।তাতেও কান্না থামে নি।একটাই কথা আমার আগের বইটাই চাই।বই এ আমি অনেক কিছু লিখেছি।কার্টুনের ছবি লাগানো আছে। আমার বই আমাকেই দিতে হবে।
ছেলে পুলেদের পুলিশের ভয় দেখালাম। যে চুরি করেছে, তাকে পুলিশে দেওয়া হবে।
কেউ বলল,সত্যি বলছি আমি চুরি করিনি। আমার ব্যাগ দেখো ভালো করে।
ক্লাস টুয়ের রোণিত বলেই ফেলল,
তুমি তো জানো আন্ট্রি,ছোটো বেলায় কত চুরি করেছি। এখন কি আর করি বলো?
বড় হয়েছি না?
শিশু শ্রেণীর রোহিণী, চোখ মুছতে মুছতে বলল,বই না পেলে কি সবাইকে ধরে নিয়ে যাবে পুলিশ? আমি তো চুরি করিনি বলো?
সবাই ভয়ে জড়োসড়ো। এই বুঝি পুলিশ আসে? আর সবাইকে ধরে নিয়ে যাবে।
মেঘলা মুখ ভাড় করে নতুন বইটা নিয়েই বাধ্য হয়ে লিখতে লাগলো। তারই মধ্যে খাতায় কাজ দিতেই, ব্যাগ থেকে বেরিয়ে পড়ল মেঘলার আসল বই।
একমুখ হাসি নিয়ে বলল,এটাই আমার বই।
এই তো পেয়েছি। সবাই হো হো করে হেসে উঠলো।
এখন প্রশ্ন হলো, বইটা কি ব্যাগেই ছিল? নাকি কেউ ভয়ে লুকিয়ে লুকিয়ে ব্যাগে ঢুকিয়ে দিয়েছে?
এই প্রশ্নের উত্তর আর পেলাম না। তবে সারা স্কুলের কচিকাঁচারা পুলিশের হাত থেকে বাঁচল।

Comments
Post a Comment