লাস্ট উইস
শোভন মণ্ডল
ঝুঁকি নিয়ে আমরা যা- যা করেছি
তার মধ্যে প্রণয় প্রস্তাবও ছিল
শেষ পর্যন্ত সেটাও ভেঙে যাওয়া উইঢিপির মতো অসফল থেকে গেছে
এরপর তোমাকে নিয়ে আর স্বপ্নেও ছুঁয়ে দেখিনি
স্নান করিনি অলসবেলায়
বুদবুদের অসমাপ্ত ছায়াগুলো ধরে ব্যাগ ভর্তি করেছি আপন খেয়ালে
মনে মনে শুধু বলেছি
একদিন আমিও ঘুমিয়ে পড়ব
তুমি সন্তর্পণে এসে
সত্যি সত্যি ফুল ছুড়ে দেবে আমার সাদা চাদরে
অবসরে
শোভন মণ্ডল
ভাল যা কিছু সবই তো বলা হয়ে গেছে
প্রিয় ফুল আর নাকছাবি ছড়িয়ে দিয়েছ
সে সব এখানে ওখানে জেগে থাকে
বায়োডাটা বলে নুড়ি ভরেছি ব্যাগে
খোলস বলতে এখন বুঝি বাকল
কবেকার দেনা-পাওনা মিটিয়ে দেবার পরেও
কে যেন রোজ তাগাদা দিতে আসে
জীবনানন্দ পেরতে গিয়েছিলেন ট্রামলাইন
আর তো ফিরলেন না
সেটুকু জেনেই ঘুমিয়ে পড়েছি
আর তো সামলাতে পারছে না ব্রেন
স্বপ্নে দেখেছি পাবলো নেরুদা
এক মনে প্রজাপতি ধরছেন...
================

Comments
Post a Comment