শীত এসেছে
বদ্রীনাথ পাল
শীত এসেছে হাড় কাঁপিয়ে কাঁপছি যে ঠকঠক-
মুখটি দাদুর চুপ নেই তাও,করছে সে বকবক !
"মিথ্যা কথা" বলছে দাদু -বলার সাহস কার
এক চড়ে ঘুম পাড়িয়ে দেবে রক্ষেটি নেই তার !
লাগুক যতই ঠাণ্ডা তিনি করেন না কেয়ার-
সকাল বেলায় হতে পারেন সাঁতরে নদী পার।
চালিয়ে পাখা আজও পারেন বসতে তিনি খুব -
বাড়িয়ে পাশে পুকুরটাতে দিয়ে সাতটি ডুব।
দাদুর কথা শুনে দিদু বলব কি আর ভাই-
কাণ্ড এমন করলো যেটা কোথাও দেখি নাই।
চুপিচুপি লক্ষ করে দাদুর মাথার টাক-
এক ঘড়া জল ঢেলে দিল-বাপরে ওরে বাপ।
চিড়বিড়িয়ে উঠলো দাদু কাঁপলো যে থরথর-
বুঝতে পারা গেল দাদুর জলকে আছে ডর !
বলছি এবার সত্যি কথা,করছি নাকো ছল-
দাদু শুয়ে আছেন, গায়ে তেরোটি কম্বল।
Comments
Post a Comment