মাঝে মাঝে
সৌম্যজিৎ রায়
মাঝে মাঝে, এ তো ভাবতেই হয়,
কি দিচ্ছে এ সময় আমায়?
আরও ভালো থাকার সুযোগ,
নাকি করছে জীবনের ক্ষণ অপচয়?
উত্তর আমারই মধ্যে, আমারই কার্যে,
প্রতিদিনের রোজনামচায়, প্রাত্যহিক কর্মে,
যদি করি প্রতি মুহূর্তের সঠিক ব্যবহার,
তাই করবে আমার জীবনের নির্দেশনা, যথার্থ মর্মে।
==============
সৌম্যজিৎ রায়
কলকাতা
Comments
Post a Comment