দুটি অণুগল্প
রথীন পার্থ মণ্ডল
১. নতুন পথ
-- কি হল? কিছু খুঁজছো না কি?
-- হ্যাঁ গো, পেনটা পাচ্ছি না।
-- কি বলছো কি? পেনটা পাচ্ছো না মানে?
-- হ্যাঁ গো, সত্যি বলছি। কোথায় যে রাখলাম পেনটা, কে জানে! এই দরকারের সময় কোনো কিছু পাওয়া যায় না, ধুত্তোর।
এই বলে বাইরে বেরিয়ে নতুন কলম কিনলেন বিজনবাবু। যার সঙ্গে নতুন ভাবে, নতুন করে শুরু হল তার যাত্রাপথ।
২. ফিরে পাওয়া
হঠাৎ করেই পেনটা ফিরে পেলেন সুদীপ্তবাবু। দীর্ঘ দশ বছরের সম্পর্ক এই বলপেনটার সাথে। মনটা খুশিতে ভরে উঠল তার। স্ত্রীকে চেঁচিয়ে বলে উঠলেন, "ওগো শুনছো, পেনটা ফিরে পেয়েছি। যাক বাবা, এবার একটু শান্তি পেলাম।"

Comments
Post a Comment