দুটি কবিতা ।। চিরঞ্জিত ভাণ্ডারী
সেই দিন আসব
জীবন্ত ভাবাটা ছিল কি চরম পাগলামি?
কোথায় খুলে দেখাচ্ছি বুকের দগদগে ঘা
ন্যায় পেতে ঠুকছি মাথা।
ঐ যে হেঁটে যাচ্ছে
তারা আসলে একেকটি আঁধার মাত্র
ছাপ পড়ে না পায়ের।
এই সময়ে নীরবতার শৃঙ্গারে সাজা
খুব স্বাস্থ্যকর
তাই চোখে বেঁধে নিলাম গান্ধারী দিনপাতে।
যদি কোন দিন কায়ার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়
আর জেগে উঠে শনিদেবের দণ্ড
সেই দিন আসব কৈফিয়ত হাতে
খুলে দেখাব পাঁজর ভাঙার কান্না।
শব কথা বলে না
আশ্চর্য এক প্রবণতা ক্রমশ ভাঙছে
চেতনার সবুজ
বিকৃত রুচির এসেছে প্লাবন
দুর্বার গতিতে বিষ ঢুকে পড়ছে সংস্কৃতির
অঙ্গনে।
আহা, নির্বিকার এসো সুধাবাটি হয়ে
হই নির্ঝঞ্ঝাট
ফাঁকি দিই যাবতীয় আঁচের আঁচড়।
শব কথা বলেনা কখনও
সুগন্ধি ধূপ আর ফুলের মোহে,
তাই
সব কিছুকে নিয়ে ছেলেখেলা
সহজেই জলভাত হয়ে যায়।
============
Chiranjit Bhandari
Vill+po-shyampur, ps-saltora, Dist-Bankura
Pin 722158.
Comments
Post a Comment