আপন ... আপন
✍️ অলক মিশ্র
সবাই আপন চারপাশের মানুষ যত,
চেনা অচেনার ভিড় ভাঙা কত।
হাত বাড়িয়ে ছুঁয়ে যাওয়ার ডাক,
অভিমান, কান্নাকাটি, রাগ।
কত শত ভাবনার যাওয়া আসা,
মুচকি হাসিতে একটু পাশে বসা।
ভাবনার পাগল পারা ছুটি,
আপন আপন মানুষের যে জুটি।
রুক্ষ শুষ্ক বালুকায় চলি পথ,
দূরন্ত বাতাস ওড়ায় পতাকা; চলে রথ।
দীর্ঘ সুদূর বিস্তীর্ণ প্রান্তর,
বন্যায় ভেসে ব্যথিত অন্তর।
নতুন বরণের মুঠো ভরা ডালি,
ফুলে ফুলে গুণ গণ করে অলি।
স্বাগত তোমায় হে অনাগত,
আপন আপন নেই তোমার মতো।
নিরন্ন খালি গায়ের ছোট্টো শিশু,
অজানা নামের ঋষি, খুশি বা বিশু।
বহুর মাঝে একের উপস্থিতি,
আসা আর যাওয়া এটাই যে রীতি।
চলা শুধু বোঝা বয়ে চলা,
গভীর রাতে দুচোখ একটু খোলা।
সবার আনন্দে হৃদয় দেয় দোলা,
আপন আপন শুধু আপনের মেলা।।
.........................
Name : Alak Mishra
Vill : Mirjapur
Po : Mirjapur Belda
Ps : Dantan
Dost : Pashchim Medinipur
Pin : 721445

Comments
Post a Comment