সময়ের নৌকা
আবদুস সালাম
সময়ের নৌকায় চেপে আছি,
আদর্শের পালে কারা যেন দিয়েছে ফুটো করে
বিদ্রোহীদের লাশ ইতস্তত ছড়ানো
বস্তির ওপার থেকে ভেসে আসছে আর্তনাদ
দেখো পৈশাচিক উল্লাসের নবীনতম সংস্করণ কেমন হয়
শূন্যতার অভিধানে লেখা কলরব মেশানো যন্ত্রণা
ভেসে চলেছি অজানার স্রোতে
আর্তনাদের পাঠশালায় ওরা পড়ে
শেখানো হয় আর্তনাদের অ আ ক খ
নগ্ন বিবেকের আকাশে ভাসে উদাসীন মিথ্যাচারী অভিমান
সময়ের নৌকায় চেপে আছে ভবিষ্যৎ
ভ্রান্ত দাঁড়ি দাঁড় টানে অসত্যের বাঁকে থেকে থেকে বেজে উঠে অলৌকিক সংগীত
দুঃস্বপ্নের করাতে খন্ডিত হয় সত্যের শব
সময়ের উত্তাপে পুড়ে যায় ভালবাসার উঠোন
ধোঁয়াশা সংকট উঁকি মারে কষ্টের বারান্দায়
পডছে নষ্ট- ঈশ্বরের ছায়া,
সময়ের নৌকো নোঙর ফ্যালে সংকটের ঘাটে
###
আবদুস সালাম
প্রয়াস শ্রীকান্তবাটি মাদারল্যান্ড
ডাক রঘুনাথগঞ্জ
মুর্শিদাবাদ৭৪২২২৫

Comments
Post a Comment