মানবতার জয়ধ্বনি
বিশ্বজিৎ মানিক
মানুষ মাটির দেহে তৈরি
আকাশের সন্তান,
তার অন্তরে প্রোথিত হয় সত্যের বীজ
প্রেমের সঞ্চারে গঠিত হয় তার হৃদয়।
সব ধর্ম, সব শাসন ও সৃষ্টি মানুষের মননে জন্ম
তাই মনুষ্যত্বের চেয়ে বড় কিছু নেই
কৃত্রিম কোন ধ্যান-ধারণা,
মানুষের আলোতেই প্রকট হয় সব বিশ্বাস।
মানবতার মশাল যখন নিভে যায়
ধর্মের নামে হয় যুদ্ধ,
জাতির নামে ছড়া হিংসা
শক্তির নামে ঘটে অজস্র অবিচার।
সময় বদলায়
পাহাড় ভেঙে যায়
সভ্যতার পতাকা ঝরে পড়ে ধুলিতে--
তবু মানুষ বেঁচে থাকে তার মানবিকতায়।
নীরবে অবিচল সে পথ চলে
মহাকালের মন্দিরে,
অথবা সত্য ও মানবতার
সোচ্চার কণ্ঠস্বর হয়ে উঠে জয়ধ্বনি।
=============
বিশ্বজিৎ মানিক
মনুবাজার,সাব্রুম, ত্রিপুরা
Comments
Post a Comment