ছোটন জেঠুর অদ্ভুত ভাবনা
দিলীপ কুমার মধু
ছোটন জেঠুর ভাব ভাবনা
অদ্ভুত রকমের
প্রসারিত--সংকুচিত
জেঠু পায় তা টের।
-"শীতের দিনে সূর্যটাকে
পকেটে দিই পুরে
সারা শরীর উষ্ণ থাকবে
ঠান্ডা যাবে দূরে।"
আবার ভাবে--"উত্তাপ দিনে
সূর্যটাকে ধরে
ইদারাতে ডুবিয়ে দিয়ে
তুলি চার মাস পরে।
ব্যালেন্স থাকবে তবে রে ভাই
সমান ঠান্ডা-গরম
এই না হলে দেখতে পারছ
ঠান্ডা-গরম চরম।"
এসব ভেবে ছোটন জেঠু
জোরে তোলে হাই
ভাবনা বলে --এবার তবে
জানলা দিয়ে পালাই।
----------
দিলীপ কুমার মধু, নেতাজি নগর, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত,

Comments
Post a Comment