কুয়াশার চাদর
বি এম মিজানুর রহমান
কুয়াশার ওই চাদর গায়ে
আসলো ছুটে শীতের বুড়ি,
পৌষ আর মাঘে হাড় কাঁপুনি
নেই যে সত্যি বুড়ির জুড়ি।
মেঘলা আকাশ শীতের সকাল
শিশির বিন্দু থাকে ঘাসে,
অবগাহন মিষ্টি ফুলে
খেল খেলিয়ে ওঠে হেসে।
শ্বেত কুয়াশার চাদর ঢাকা
চারিপাশে শীতের ছোঁয়া,
ধানের চাষে নতুন পাতো
কাদা জলে লাগে রোয়া।
পথশিশুদের শীতের সময়
কষ্টে শোকে সময় কাটে,
শীতে কেঁপে ওঠে দেহ
থেকে তাদের পথে-ঘাটে।
শীত কুয়াশার চাদরে তাই
থাকতে চাইলে সবাই ভালো,
সহায় হও ভাই গরিব দুখীর
দিয়ে সূর্যের মতো আলো।
=============
বি এম মিজানুর রহমান
কোটাকোল, লোহাগড়া, নড়াইল, বাংলাদেশ।
Comments
Post a Comment