শীতের ছোঁয়া
শামনুর আলম
হেমন্ত শেষে শীত এলো ভাই,
কনকনে হাওয়া বইছে সদাই।
ভোরের বেলা শিশির কণা,
সবুজ ঘাসে মুক্তার দানা।
পাতা ঝরে গাছের তলা,
শুকনো ডালে শূন্য মেলা।
শীতের ভোরে খেজুর গাছে,
মিষ্টি রসের হাঁড়ি নাচে।
পিঠা-পুলি পায়েস কতো,
মন চায় খেতে আছে যতো।
লেপ কাঁথা আর গরম সোয়েটার,
শীতকালে লাগে সবারই দরকার।
শীতের রোদ মিষ্টি বড়ো,
সকালে তাই গায়ে জড়ো।
হিমেল হাওয়ায় মনটা কাঁপে,
শীত পালাবে রোদের তাপে।
কুয়াশা মাখা শীতের দিন,
প্রকৃতি তাই বর্ণহীন।
==============
✍️ শামনুর আলম
আসাম, ভারত

Comments
Post a Comment