মেয়েটির মৃত্যু দেখে তুষার ভট্টাচাৰ্য এই মৃত্যু উপত্যকায় রাত দুপুরে নিরীহ অসহায় মেয়েটির হাড় হিম নৃশংস মৃত্যু দেখে যদি প্রতিবাদে না নামো আজ রাস্তায় পথে পথে তবে বুঝে নেবো সুবিধাবাদী তোমার মেরুদন্ড বিকিয়ে গেছে কবেই শাসকের কাছে ; যদি আজ না নামো রাস্তায় l ============ তুষার ভট্টাচাৰ্য l কাশিমবাজার l বহরমপুর l মুর্শিদাবাদ l
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।