কবিতা ।। ভবিতব্য ।। জীবন সরখেল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। ভবিতব্য ।। জীবন সরখেল

ভবিতব্য

জীবন সরখেল


ছল চাতুরী নকল সাজে 
বাগালেও শিরোপা 
মুখোশ খুলে হবেই একদিন 
মিথ্যের দফারফা!
সবাই জেনে বুঝে আপনার
কদর্য চরিত্র 
নামটাও মুখে নেবে না কেউ 
ঘৃণায় হবে ক্ষিপ্ত!
দেরি হলেও সত্যের জয় 
সময়ের অপেক্ষা
ভুলবেই মেকি অবদান সব
অভিনয় আর ভিক্ষা! 
মানুষ বাঁচুক খেলুক হাসুক
শুভবোদ্ধা তাই চায়
শোষণ ক্ষমতা দম্ভে কেউ 
শ্রদ্ধা সম্মান কী পায়? 
_________________

জীবন সরখেল, বাঁকুড়া, ভারত। 

No comments:

Post a Comment