গ্লানি
সুজন দাশ
কতটা ক্ষমতা থাকলে ওদের
উপেক্ষা করে জনতার দাবি ,
জনগণ বুঝি জেনে গেছে সব?
কার কাছে আছে ক্ষমতার চাবি!
জানে ওরা জানে বিচার করলে
থলের বিড়াল ডাক দেবে মিউ,
বাঁচাচ্ছে তাই সন্দেহ নাই
দেয় না পাত্তা পাবলিক ভিউ।
আগুন জ্বালালে জনতার মনে
নিস্তার নেই এটা মনে রেখো,
দাবানল হয়ে জ্বলে ধিকিধিকি
না শিখলে তাহা দেখে শুনে শেখো।
আর জি করের অভয়া তুমি
ভেবো না জননী হবে না বিচার,
বেরিয়ে আসবে পশুদের নাম
ফুটবে কলমে ঠিকই ফিচার।
আমরা রেখেছি চোখ চারিদিকে
ব্যর্থ হবে না বিচারের বাণী,
ক্ষমা চাই মাগো সবার পক্ষে
চাইনা আসুক এরকম গ্লানি।
===================
সুজন দাশ
আটলান্টিক সিটি, নিউজার্সি,
যুক্তরাষ্ট্র।

Comments
Post a Comment