কবিতা ।। তুই যে মেয়ে তিলোত্তমা ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। তুই যে মেয়ে তিলোত্তমা ।। অশোক দাশ

তুই যে মেয়ে তিলোত্তমা

অশোক দাশ


তুই যে মেয়ে তিলোত্তমা, 
চোখ ফেটে তোর রক্ত ঝরে 
                  ক্ষতবিক্ষত শরীর,
হায়নার  দল  খুবলে খেলো 
স্বপ্নের  কুঁড়ি  ছিঁড়ে   নিলো
নিলো কেড়ে তাজা ফুটফুটে প্রাণ।

তুই যে মেয়ে তিলোত্তমা 
             বুকে অযুত বল, 
দুর্জনের দুর্নীতি ভ্রষ্টাচারের 
   ভেঙেছিলিস সুখের ঘর।
স্বপ্ন  চোখে  সেবার   মন্ত্র
             কর্তব্যে  অবিচল, 
বাঁচতে তাই দিলো না তোকে 
জেনেছিলিস ওদের কু কীর্তির মতলব। 

তুই যে মেয়ে তিলোত্তমা 
আগুন রাঙা পলাশ কৃষ্ণচূড়া,
সারা ভুবন একটাই দাবি জাস্টিস 
                           রাত দখল ধরনা।
তোর   যন্ত্রণার  আর্তনাদ 
কোটি  কন্ঠে  অগ্নি-স্বর,
ঘৃণার বারুদে জ্বলে ক্রোধ
       ধিক্কার ধর্ষক বর্বর।

তুই  যে  মেয়ে  তিলোত্তমা 
         ঘুম ভাঙানিয়া গান,
জাগরনের  মহামন্ত্রে‌  বিপ্লবের 
    নতুন ভোরের আখ্যান। 
তোর শোকেতে আকাশ কাঁদে 
                 ঝরে    বৃষ্টি    ধারা,
ক্রোধের আগুনে শপথের অঙ্গীকার 
আর হারাবো না তোকে তিলোত্তমা।

=================
অশোক দাশ 
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ ,ভারত। 
মোবাইল নম্বর-৮৩৪৮৭২৫৩৩৩

     



No comments:

Post a Comment