কবিতা ।। জীবন এখন ।। লাবণী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। জীবন এখন ।। লাবণী পাল


জীবন এখন

 লাবণী পাল


ভিক্ষায় সুখ, ভিক্ষাই সেরা, ভিক্ষাতে বড় শান্তি,
ভিক্ষার ঝুলি ভরা থাকলেই রোজগার চাপ নাস্তি।
বাকিটা পোষাতে আছে মাস্তানি, খেয়োখেয়ি আর লুটপাট,
ধর্ম জাতের ছাঁকা তেলে ভাজা খাস্তা কচুরি উৎপাত।
একটু পেলেই জীবন ধন্য, আর নেই কোনও ঝঞ্ঝাট,
ফেসবুক আর ইনস্টাতে মেতে রিলস্-এ ঢোকাও সব ছাঁট।
বিদ্যা -শিক্ষা নট নেসেসারি, ব্যক্তিগত ও পণ্য,
ঘটে থাক ছাই, স্ট্যাটাস বাড়াতে ফলোয়ার্স হবে গণ্য।
ভিক্ষার ঝুলি, সাথে পদধূলি, জুটে যাবে ফ্রীতে কেষ্ট।
কষ্ট করার নেই দরকার, সেইটেই হবে বেস্ট ও।
গুন্ডা-গর্দি শিখে নিস যদি বিন্দাস হবে মস্তি -
ভিখারীর বেশ, সেরা অবশেষ, তাইতেই রবে স্বস্তি।




No comments:

Post a Comment