পরিযায়ী বৃষ্টি সন্দীপ ভান্ডারী পরিযায়ী বৃষ্টি তুমি বিষণ্ণতার প্রদীপ, ঘুমের ভেতর দুঃখ পোষ, ক্ষতর চিহ্ন আঁকো। তোমার দেওয়া ডাক নামেরা রোজ বাঁচে রোজ মরে, তুমি কি পাও শুনতে তাদের হৃদয়ের কলতান। স্মৃতির উপর স্মৃতি,ভরসার খাতায় জমা ধূলা, একজোড়া দুঃখ বিলাস অশ্রু প্রতীক্ষার প্রহর গোনা। হিমের পড়শের ছোঁয়ায় তোমার মনের কিনারায় আমি অবেলার ফুল, নিরব প্রত্যাশায় গল্প লেখার অপেক্ষা যেন আজ সবই ভুল। প্রিয়তম নৌকার নূতন মাঝিরে আজ দিও রক্ত গোলাপ , অলিখিত উপন্যাসের সবকিছুই সুন্দর, অনুভূতিগুলি শুধু মিথ্যের সংলাপ।।
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।