তুমি আসার আগে
(মূল কবিতা: ফৈজ আহমদ ফৈজ)
সুস্মিতা পাল
তুমি আসার আগে,সব তেমনই ছিল, যেমনটি থাকে--
আকাশ ছিল অনন্ত দৃষ্টিসীমার 'পারে,
সরণি সেই বাঁক ফেরা পথ;সুরা ছিল
সামান্য এক নেশা।
এখন সব,সবকিছুতে আমার হৃদয়ের ছায়া;
রক্তের কিনারায় এক বর্ণ; তুমিহীন ধূসরতা,
বিষের রঙ, কাঁটাঝোপেরও ।
আমাদের দেখা হলে সোনা ঝলসায়,
উজল ঋতুতে শরতের স্বর্ণচাঁপা আলো, ফুলেল লালিমা,
আগুনের শিখাও।
আর নিভন্ত চুল্লীর কয়লার চাদরে
যখন তুমি পৃথিবীকে ঢাকো, তার গভীর অন্ধকার।
আর সেই আকাশ, সরণি,সুরার পাত্র?
কান্নাভেজা জামার মতো সিক্ত আকাশ,
ফেটে পড়া শিরার মতো পথ,আর সুরাপাত্রের
আয়নায় অবিরত বদলে যাওয়া
আকাশ,পথ, পৃথিবী।
এখন নিয়ো না বিদায় -- পাশে থাকো।
যেন পৃথিবী ফিরে পায় আপন রূপ,
যেন আকাশ থাকে অসীমে,পথ হাঁটে
রাস্তার বাঁকে, আর সুরাপাত্র দর্পণ না হয়ে
শুধু গাঢ়তর করে নেশা।।
---------------*-------------
(মূল কবিতা- ফৈজ আহমদ ফৈজ।)
আগুনের শিখাও।
আর নিভন্ত চুল্লীর কয়লার চাদরে
যখন তুমি পৃথিবীকে ঢাকো, তার গভীর অন্ধকার।
আর সেই আকাশ, সরণি,সুরার পাত্র?
কান্নাভেজা জামার মতো সিক্ত আকাশ,
ফেটে পড়া শিরার মতো পথ,আর সুরাপাত্রের
আয়নায় অবিরত বদলে যাওয়া
আকাশ,পথ, পৃথিবী।
এখন নিয়ো না বিদায় -- পাশে থাকো।
যেন পৃথিবী ফিরে পায় আপন রূপ,
যেন আকাশ থাকে অসীমে,পথ হাঁটে
রাস্তার বাঁকে, আর সুরাপাত্র দর্পণ না হয়ে
শুধু গাঢ়তর করে নেশা।।
---------------*-------------
(মূল কবিতা- ফৈজ আহমদ ফৈজ।)
========================
সুস্মিতা পাল।
Arya Vidyalaya Road.Kol-78
Arya Vidyalaya Road.Kol-78

Comments
Post a Comment