কবিতা ।। অপেক্ষার প্রহর ।। সুমিতা চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। অপেক্ষার প্রহর ।। সুমিতা চৌধুরী

অপেক্ষার প্রহর 

 সুমিতা চৌধুরী


   লেপ্টে রয়েছে নিকষ আঁধার
      প্রতিটি জনপদে, 
   শরীর জুড়ে আঁচড়ের ক্ষত,
      ভূমিকা শ্বাপদের। 

  জমির গর্ভে ক্যাকটাসের ঝাড়
     বাড়ছে সমূলে,
  তপ্ত বালির মরুশয্যা পাতা,
     প্রসবের গোকুলে। 

আলোর রশ্মি ছাঁটাই হয়েছে 
   আবর্জনার স্তরে,
 সূর্য বেবাক হয়েছে লোপাট 
    অহমিকার ভারে!

নগ্ন রাতের শরীর ছুঁয়েছে
   সরীসৃপের বিষ,
গ্রাস করছে ক্ষুধার জঠর
    নেশায় অহর্নিশ।

রুধির ধারায় কীটের বেসাতি,
   গুণিতকে বাড়ে।
আত্মার মাঝের জ্যোর্তিবলয়
    ডুবেছে অন্ধকারে! 

আলোর দিশায় প্রহর গুণছি
   নিদ্রাহীন চোখে,
এক স্ফুলিঙ্গে জ্বালবো মশাল
   দিনের অভিমুখে।।

======================


Sumita Choudhury 
Liluah,  Howrah 

No comments:

Post a Comment