কবিতা ।। বিয়োগে যোগ ।। পূজা সিংহ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। বিয়োগে যোগ ।। পূজা সিংহ রায়

বিয়োগে  যোগ

পূজা সিংহ রায়


যোগের গভীরতার মর্মার্থ বুঝতে 
বিয়োগের বিশাল ভূমিকা।
পূর্ণ হতে গেলে শূন্য হতে হয়।
আবাদে জমি উর্বর হয়।
গাছ বাঁচে না নিজের জন্য 
লক্ষ্য তার থাকে অন্য।
কেই বা বুঝলো তাকে?
কেই বা সেই ছায়ায় বিশ্রামের পর মনে রাখে?
জীবনের গল্পে সে-ই জীবনীশক্তি;
চাইলেও এ পথের থেকে নেই মুক্তি।
কত কোপ তাকে পঙ্গু করে,
সেই অঙ্গেই আরো বিশালাকারে বাড়ে।
শূন্যে গিয়ে আবারও সম্পূর্ণ হয়
বিয়োগের পথে সে যোগী হয়।

================
            
পূজা সিংহ রায়
বোলপুর, বীরভূম 

No comments:

Post a Comment