মাসিক সংখ্যার কবিতা ।। মন্ত্র ।। জীবন সরখেল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

মাসিক সংখ্যার কবিতা ।। মন্ত্র ।। জীবন সরখেল

মন্ত্র

জীবন সরখেল


ঔদার্য্য সুখের জাদু কাঠির 
ছোঁয়ায় জীবনে-সমাজে সব
অপূর্ণতা অসুখ যায় সেরে।
খোলা আকাশে চাঁদের হাসি 
রাত্রির বুকে নক্ষত্রের আলো
মাটির বুকে সমৃদ্ধি গানের সুর 
চোখে বুকে মুখে জেগে ওঠে। 
দোষ দেখার বিভ্রম ঠেলে 
সন্তুষ্টি সাগরে পাওয়া যায় 
প্রবাল মণি মুক্তো হীরে।

_____________________


জীবন সরখেল, বাড়াভগলদিঘী,বাঁকুড়া,

No comments:

Post a Comment