কবিতা ।। বন্ধু ।। অঞ্জনা মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। বন্ধু ।। অঞ্জনা মজুমদার

বন্ধু 

অঞ্জনা মজুমদার 


ছোট্ট তিতি ভয়েই মরে
       ভয়ের চোটে থাকে ঘরে
ভয় তার ওই কুকুরের দল
       ঘেউঘেউ করে করে গোল। 
ওদের দাঁতের দিকে তাকিয়ে 
        তিতি কেঁপে যায় শুকিয়ে। 

সেদিন ছিল ঘোর আঁধার 
        তিতি ফিরছে একা ঘর
একটা লোক পিছন থেকে 
        তিতির হাত টানতে থাকে। 

আর্তনাদের স্বরে কেঁদে উঠে 
       ঠিক তখনই চমকে দেখে 
কালু ভুলু কুকুর দৌড়ে এসে
      ঘেউ ঘেউ করে তেড়ে আসে। 

দুষ্ট লোকের প্যান্ট কামড়ে ধরে 
       লোকটা আর নড়তে নারে।
চিৎকার কান্না শুনে পাড়ার সবাই 
       দৌড়ে এলেন মা  ও বাবাই।

ছেলেধরা পড়লো ধরা শেষে
       এই কাজ কুকুর করল শেষে।
এখন  তিতি রোজ সকালে 
          নিজে খায় কালুকে রুটি দিলে। 
তিতি আর কুকুরকে পায়না ভয়
           কুকুর মানুষের ভাল বন্ধু  হয়।।

==================

অঞ্জনা মজুমদার 
এলোমেলো বাড়ি
চাঁদপুর পল্লি বাগান 
পোঃ   রাজবাড়ি কলোনি
কলকাতা   ৭০০০৮১



         

No comments:

Post a Comment