সময়ের গতিপথে
কেতকী বসু
পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর কথা শুনি
জলের শব্দে যখন আমার ঘুম আসে না
আমি তখন বন্ধ রাখি ঘরের জানলা আর দরজা
দিনের শেষ বেলায় স্বপ্ন দেখি আলো আর আঁধারির
যতবার জলের কথা শুনি ততবারই মনে হয়
পুরানো সই এর কথা, আমার গঙ্গা জল ...
ছেলেবেলার পুতুল খেলার সঙ্গী ছিল আমার
জল,না সই, এই নিয়ে কত ঝগড়া হত তার সাথে
আজ সেই গঙ্গা জল আমার বাড়ির পাশ দিয়ে বয়ে যায়
আমি সেই জলকে খুঁজি,মনে মনে কখনো বা স্বপ্নে
কত মানুষ জল নিয়ে যায়
আমি বন্ধ ঘর থেকে তাদের দেখি,
একদিন আমিও দরজা ভেঙ্গে ঐ জলের কাছে যাবো,
আর ভরে আনব এক কলসি গঙ্গা জল।
----- ----- ০ ----- -----
কেতকী বসু
জয়নগর মজিলপুর

Comments
Post a Comment