কবিতা ।। সমঝোতা ।। বিশ্বজিৎ বাউনা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 24, 2024

কবিতা ।। সমঝোতা ।। বিশ্বজিৎ বাউনা

সমঝোতা

বিশ্বজিৎ বাউনা


আজ মেঘের কি শুধু জল ঝরানোই কাজ?
চোখে জলছবি নিয়ে বাতাস চুপ কবিদের গ্রামে।
পাড়ার পাখি থেকে গড়িয়ে নামে শূন্যের ভাঁজ...
কেউ কেউ সুখ পায় দেখি বৃষ্টির বদনামে!

দূরের আকাশে জেগে কিছু শ্রদ্ধেয় আলো,
জলের আড়ালে সাদরে ভিজে যেতে জানে।
বুকের ক্ষোভ কুপিয়ে কার হিংসা আঠালো?
বাঁচোয়া স্বরলিপি নেই তার সরীসৃপ গানে।

আমি তবু অক্ষর প্রশাখায় রেখে ভেজা ফুল
জলের স্মৃতি থেকে অরণ্যের রোদে আঁকি ঘুড়ি।
অভিসন্ধির তলানিতে কেউ থেকে মশগুল
দূরগামী স্রোতে ছড়ায়... পাথর ভেঙে নুড়ি!

ভ্রান্তির খেলা আনে, সাজায় জ্ঞানের ত্রুটি
নম্র পাতা ছিঁড়ে দাঁড়ায় ভাঙা টবের কাছে।
জানালা দিয়ে দেখে ছত্রাক লেগে যাওয়া রুটি
পিঁপড়েহীন প্রহরে দুমড়ে পড়ে আছে।

আলোচক এই ঋতু থেকে খুবলে নেয় সাজ,
স্থির বিপরীতে পড়ে থাকে হৃদয়ের দৈন্যতা।
তবু তীব্র গুমোটে দাঁড়িয়ে প্রেমিক সলাজ
আসন্ন বৃষ্টিতে পেতে চায় ফের সমঝোতা।

 

No comments:

Post a Comment