কে সে
রণেশ রায়
জীবনের ছায়াপথে,
কে সে? ডাকে আমাকে,
কোন সে রহস্যময়ী?
আমি চিনি না তাকে।
চোখ তার শ্রাবণের বর্ষার শোকাশ্রু,
মুখ তার শরতের ভোরের সকাল,
তার ইশারায় বসন্তের কুহেলি,
দেখেছি তাকে খেজুরহের স্থাপত্যে।
হয়তো তাজের সমাধিতে চিরঘুম তার,
আমি জেগে থাকি তার প্রেরণায়,
কখন সে আসবে সশরীরে?
নির্বাক সে তাকে পেতে চাই সবাকে।

Comments
Post a Comment