এভাবেই
প্রশান্ত কুমার মন্ডল
একদিন নদীর কাছে যেতে হয়। এভাবেই
অনেক না বলা কথা বলতে।
বিকেলের হেলে পড়া হলুদ আলোয়
হাজার সাদা কালো ছবি আঁকতে আঁকতে
কখন এক মুহূর্তে
চলে যেতে হয় আপন খেয়ালিপণার
বাঁধিয়ে রাখা সকালবেলার কাছে।
অসংখ্য আলো আঁধারি ছায়া সরিয়ে
বেহিসাবি কোন ঢেউয়ে
তার কাছে যেতে হয়ে একদিন।
====================
প্রশান্ত কুমার মন্ডল, ১নংদিঘীরপাড়, পোষ্ট: ক্যানিংটাউন
জেলা:দক্ষিণ ২৪পরগনা,পিন: ৭৪৩৩২৯.

Comments
Post a Comment