মেশকাতুন নাহার
মাথা মামার গরম হলে
উল্টোপাল্টা বুঝে,
চুলগুলো সব টেনে টেনে
কদুর তেল সে খুঁজে।
চুলকানিটা বাড়লে মামার
বাড়ায় তেলের কদর,
হাতে মাখে,পায়ে মাখে,
আরও মাখে গতর।
মাঝে মাঝে তেলের যোগান
দেয় সে বসের বাড়ি,
এই যোগ্যতা আছে বলেই
পদটা হয় তাঁর ভারী।
তলে তলে ঘোলাজলে
নীল নকশা সে আঁকে,
বসের বউটা হাতে এনে
টাকা কামায় ফাঁকে।
তৈল মর্দন আর চরণ চুম্বন
যখন হয় রে পেশা,
বেসামাল কারসাজিটা তাঁর
একমাত্রই নেশা।
তেলভাজ মামার তেল থেরাপি
সমাজ করছে নষ্ট,
শিক্ষার এমন বেহাল দেখে
দেশ মায়ের খুব কষ্ট।।
Comments
Post a Comment