পুরুষ তুমি তরুণ মান্না তুমি রোজ রাত ক'রে বাড়ি ফেরো সে কোনো দোষের কথা নয় তুমি তো আর পাখি নও সন্ধ্যে নামলেই নীড়ে ফেরার আকুলতা জেগে উঠবে ডানায় তুমি পুরুষ, এ তোমার অধিকার । তুমি রোজ ড্রিংক ক'রে বাড়ি ফেরো সে কোনো দোষের কথা নয় সংসার-সমুদ্র মন্থনের হলাহল কণ্ঠ থেকে নামাতে সুরামৃতের দরকার, তা মানি তুমি পুরুষ, এ তোমার জন্মগত অধিকার । তোমার পোশাকে লিপস্টিকের দাগ সে কোনো দোষের কথা নয় আগুন দেখে পতঙ্গ যদি ঝাঁপ দেয় আগুনের কী দোষ তাতে দাহিকাশক্তি না থাকলে কীসের আগুন? তুমি পুরুষ, এসব তোমায় মানায়। তুমি নগ্ন হয়ে বাথরুম থেকে বের হও সে কোনো দোষের কথা নয় একা ঘরে বাবাই ঘুমিয়ে থাকে হঠাৎ যদি ঘুম ভেঙে যায় তার তুমি যেন লজ্জা পেয়ো না তুমি পুরুষ, ত...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।