কবিতা ।। তিতাস নামের নদীটি ।। নিরঞ্জন মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

কবিতা ।। তিতাস নামের নদীটি ।। নিরঞ্জন মণ্ডল



তিতাস নামের নদীটি

(অনুর্ধ্ব ঊনিশ মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম‍্যাচের ম‍্যান অব দ‍্য ম‍্যাচ তিতাসকে নিয়ে)

নিরঞ্জন মণ্ডল


তিতাস নামের ছোট্ট নদীর তিরতিরে কাঁচ জল
সবুজ গাঁয়ের জীবন ছুঁয়েই বয় সে কলোকল।
বাদল দিনের ছোঁয়ায় নদীর কূল ছাপানো ঢেউ,
বুক জুড়ে তার কোন সে তুফান বুঝবে না তা কেউ!

তিতাস নামের একটা মেয়ের অসীম মনের বল
স্বপ্নে বিভোর চোখদুটো তার লক্ষ‍্যে অবিচল।
পরম দিনেই ছলাৎ ছলাৎ ঢেউ ছিল তার বুকে
জগত সভায় দেখল সবাই, সাবাস সবার মুখে।

তিতাস নদীর জলের ধারায় জুড়িয়ে শরীর মন
সৃষ্টি সুখের উল্লাসে রোজ মগ্ন অযুত জন।
গল্প গাথা গানের কলির নাগাল পেলে পর
উজল আলোর অমল ধারায় উজায় বুকের চর।

তিতাস নামের একটা মেয়ের ঝর্ণাধারার নাচ
রোগ শোকেতেও ভারতবাসীর বাড়িয়ে বুকের আঁচ
বইয়ে দিলো আবেগ জোড়া অঢেল সুখের ধারা,
নতুন গাথা গান কবিতায় করলো আপন হারা।

তিতাস নামের এই মেয়ে তাই সাগর মুখো নদী,
গঞ্জ শহর গাঁও পেরিয়ে সাগরকে ছোঁয় যদি
তার পরশে সাগর বুকেও সফেন ঢেউয়ের মায়া
জাগতে পারে বেবাক ছুঁয়ে অথির কালের কায়া।

তিতাস মেয়ে তোমায় পেয়ে গর্বিত এই দেশ
মিলিয়ে যেন যায় না তোমার সাগর ছোঁয়ার রেশ!
তিরতিরে ঢেউ কাঁচ জলেতে তুফান তোলো তুমি,
কূল ছাপিয়ে সরস কোরো ঊষর ভারত-ভূমি।
 
==============
 
নিরঞ্জন মণ্ডল/উত্তর 24 পরগণা।


No comments:

Post a Comment