কবিতা ।। অর্ধেক আকাশ ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

কবিতা ।। অর্ধেক আকাশ ।। অশোক দাশ

 অর্ধেক আকাশ

 অশোক দাশ


অর্ধেক আকাশে এখনও ঘন কালো মেঘ
বৃষ্টির প্রতীক্ষায় রক্ত ঝরায় প্রতিক্ষণ।
অক্টোপাসে আবদ্ধ জীবন,
মনুবাদের গভীর ষড়যন্ত্রে হাঁসফাঁস
অসূর্যস্পর্শা হয়ে দাসত্বের যাপন,
মুক্তির স্বাদ পেতে ইচ্ছে ডানায় উড়ান।
     সম অধিকারে আগুনে উচ্চারণ,
চেতনা দীপ্ত রক্ত- কান্না -ঘামের মর্মস্পর্শী
           অধ্যয়ের নব- নব উত্তরণ।
অন্তহীন জাত- পাত -লিঙ্গ বৈষম্যের প্রাচীর ভাঙাপণ
ধর্ষকের গলায় বিজয়-মাল্যের পরিবর্তে
ঘৃণা -থুৎকার -ফাসির দড়িই উপযুক্ত শোভা বর্ধন।
ধর্ষিতার মর্যাদা  সম্মান  রক্ষায়,
বিচারকের রায় পুনর্বিবেচনার ফরিয়াদ।
সর্বংসহা ধরিত্রী -জননী- জায়া- দুহিতা,
             এখনও বঞ্চিত মুক্ত স্বাধীনতা।
অর্দ্ধেক আকাশ যদি হয় নগণ্য পণ্য
                            প্রকৃতি হবে কি ধন্য!
উত্তাল সমুদ্র মন্থনে ভাঙ্গবে অচলায়তন 
সম অধিকারে  সম মর্যাদায়   সূর্য   স্নান।
                ভুলে গেলে চলবে না
                              সৃষ্টি রক্ষায় নারী অনন্য।
 
=================== 

 
অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।



No comments:

Post a Comment