কবিতা ।। নারী! তুমি দুর্গা ।। হামিদুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

কবিতা ।। নারী! তুমি দুর্গা ।। হামিদুল ইসলাম

 

নারী! তুমি দুর্গা 

  হামিদুল ইসলাম

                     


এই সেই নারী !
নারী ! তুমি আছো তাই
পৃথিবী এতো কমনীয় 
তুমি আছো তাই জীবনের প্রতিটি স্পর্শে জেগে ওঠে মায়া    ।।


নারী ! তোমার মধ্যে এক দুর্বার শক্তি 
তুমি দুহাতে গড়ো
তুমি দুহাতে ভাঙো 
ভাঙা গড়ার মাঝে গড়ো এক মোহময় মিলনের সেতু
তুমি জল
তুমি স্থল 
তুমি স্বপ্ন। তুমি হৃদয়ের শ্বাশত স্বপ্নচারিণী       ।।


নারী ! তুমি মা 
তুমি বোন
তুমি প্রেয়সী 
তুমি আমৃত্যু আমার চির সহধর্মিনী       ।।


নারী ! তুমি আগুন 
তোমার মাঝে আদিমতার নৈ:শাব্দিক আগুন 
তুমি সেই আগুনে জ্বলো 
তুমি সেই আগুনে জ্বালাও 
তুমি পোড়ো
তুমি পোড়াও স্বর্গ মর্ত পাতাল। তুমি স্রষ্টার অপরূপা সৃষ্টি       ।।


নারী ! তুমি আদ্যাশক্তি মহামায়া 
তুমি দুর্গা 
তুমি হাজার হাজার দুর্গতিনাশিনী দুর্গা       ।।
 
---------------------------------------
 হামিদুল ইসলাম
গ্রাম+পোস্ট=কুমারগঞ্জ।
জেলা = দক্ষিণ দিনাজপুর।

No comments:

Post a Comment