কবিতা ।। একা ।। অঙ্কিতা পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

কবিতা ।। একা ।। অঙ্কিতা পাল

 
 
রাতের পর রাত
জেগে একা একা।
দাঁড়িয়ে বারান্দায়
দেখি তারাদের
বাড়িতে একা,
না পাই দেখা
যেন তার।
চারিদিকে দেখি,
আর ভাবি
এ কি বিষয় ?
এ কোন্
নিঝুম দেশ এলো?
দেখি তারাদের
সাথী হারা যেন-
এ কোন অলীক সুখ
কে জানে?
কেউ কি ভাবে আমায়?
রাতের বেলা
জেগে থাকার কথা।
না না কেউ ভাবে না
এ যে অলীক সুখ
মৃত্যুর সমান।
এই যে রাতের পর রাত
একা জেগে থাকা,
আকাশে রাতের
অন্ধকারে তারার মেলা।
এ যেন চাঁদের সাথে
তারাদের দোলা।
যেমন আমার সাথে
রাতের অন্ধকারের খেলা।
এ কোন জেগে থাকা,
রাতের পর রাত একা একা।।
 
==============

অঙ্কিতা পাল
ভাঙ্গড় দক্ষিণ চব্বিশ পরগনা

 

No comments:

Post a Comment