তপন মাইতি
কত ছানি হাতুড়ি ঘায়
হয় যে একটি মূর্তি
কত আঘাত সহ্য করে
ফোটে হাসি ফুর্তি।
শিল্পীর শিল্প বেঁচে থাকে
জীবন স্রষ্টা সৃষ্টির
প্রকৃতির যে সজীব সতেজ
মাটি ভেজা বৃষ্টির।
শিল্পের মাঝে শিল্পী বাঁচে
নারীর সেরা সৃষ্টি
সাহিত্য যে বিজ্ঞান হল
পরিপূরক কৃষ্টি।
জনম অনেক জনমের পর
মানুষ জীবন একটা
শিল্পীর হাত ছাড়া হবে না
রঙ তুলি পেন ব্যাগটা।
==============
তপন মাইতি
ঠিকানাঃ গ্রামঃ পশ্চিম দেবীপুর; পোঃ দেবীপুর; থানাঃ মৈপীঠ কোস্টাল; জেলাঃ দঃ ২৪ পরগণা; পিন-৭৪৩৩৮৩; পশ্চিমবঙ্গ। ভারতবর্ষ।
Comments
Post a Comment