ছড়া ।। মা সারদা ।। জগদীশ মাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

ছড়া ।। মা সারদা ।। জগদীশ মাল

মা সারদা

জগদীশ মাল


যাঁর ছোঁয়াতে ধন্য হলো
জয়রামবাটির মাটি,
তিনি হলেন মা সারদা
সত্য এবং খাঁটি।

তিনি বলতেন প্রশান্তি চাও
দোষ দেখো না কারও,
নিজের দোষটা করলে বিচার
এ জগত তোমারও।

সৎ-অসৎ এর মাতা তিনি
সত্যিকারের জায়া,
জীবন গড়ার মূর্তপ্রতীক
স্নিগ্ধ শীতল ছায়া।

আশিষটুকু মাথায় থাকুক
বুকে অভয় বাণী,
তাঁর নামেতে ধন্য হবে
সবার জীবনখানি।
 
===========
 
 
জগদীশ মাল
গ্রাম+পোস্ট -জালালসী
থানা -পাঁচলা
জেলা -হাওড়া

No comments:

Post a Comment