খোলা কবিতা মানস মণ্ডল দুপুরকে খুলে খুলে পড়ে যেতে দেখে একটা একটা করে তুলে নিই হাতের মুঠোয় আঁধার ঘনিয়ে ওঠার আগেই সহজ পাঠের আলো দিয়ে খোলা দুপুরের টুকরো গুলোকে আরও একটু সহজ করে দিই আমাদের সম্পর্কে আর কোনও রাখঢাক থাকল না, সব ফ্রি সব খোলা একত্র করে একটা খোলামেলা কবিতা লিখব আজ-ই। ----#---- ADDRESS : Manas Kumar Mandal B.B.D.Palli, Ismile (near Homoeopathic College) P.O.- Asansol Dist.- Paschim Bardhaman PIN. 713301 Mob. no. 7908195784, / 9434665070 EMAIL: mansmanadal@gmail.com
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।