খোলা কবিতা মানস মণ্ডল দুপুরকে খুলে খুলে পড়ে যেতে দেখে একটা একটা করে তুলে নিই হাতের মুঠোয় আঁধার ঘনিয়ে ওঠার আগেই সহজ পাঠের আলো দিয়ে খোলা দুপুরের টুকরো গুলোকে আরও একটু সহজ করে দিই আমাদের সম্পর্কে আর কোনও রাখঢাক থাকল না, সব ফ্রি সব খোলা একত্র করে একটা খোলামেলা কবিতা লিখব আজ-ই। ----#---- ADDRESS : Manas Kumar Mandal B.B.D.Palli, Ismile (near Homoeopathic College) P.O.- Asansol Dist.- Paschim Bardhaman PIN. 713301 Mob. no. 7908195784, / 9434665070 EMAIL: mansmanadal@gmail.com
সম্পাদকীয় দপ্তর থেকে এই সংখ্যায় 'শিক্ষা ও শিক্ষক' বিষয়ক বেশ কিছু লেখার পাশাপাশি রয়েছে বিচিত্র বিষয়ের আরও কিছু লেখা। সব মিলিয়ে সংখ্যাটি আপনাদের সমৃদ্ধ করবে, আপ্লুত করবে — এ বিষয়ে আমরা আশাবাদী। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমরা প্রতীক্ষিত। আগামী অক্টোবর ২০২৫ সংখ্যা 'উৎসব সংখ্যা' হিসাবে প্রকাশিত হবে। ওয়েব সংখ্যার পাশাপাশি নির্বাচিত লেখাগুলি নিয়ে একটি pdf এবং তার মুদ্রিত সংস্করণও প্রকাশিত হবে। তাই অপ্রকাশিত ভালো লেখা পাঠান। বিশেষ কোনও বিষয় নেই। প্রবন্ধ-নিবন্ধ-ফিচার ২০০০ শব্দ, গল্প ১২০০ শব্দ, অণুগল্প ৫০০ শব্দ, কবিতা-ছড়া ২৪ লাইনের মধ্যে হলে ভালো। ইমেলঃ nabapravatblog@gmail.com বিস্তারিত বিজ্ঞপ্তি আসবে। সামাজিক মাধ্যমে আমদের সঙ্গে যুক্ত থাকুন। সময় মতো সব সংবাদ পেয়ে যাবেন। শারদ উৎসবের দিনগুলি সকলের আনন্দে কাটুক এই কামনা করি। —নিরাশাহরণ নস্কর সম্পাদক: নবপ্রভাত মোঃ ৯৪৩৩৩৯৩৫৫৬ Whatsapp Group: https://chat.whatsapp.com/ AIpj98JKbloFSpeqMcpr6j Facebook Page: https://www.facebook.com/ share...