তুরুল ফুল ========= তুরুল ফুল, শীত কেমন লাগে তোমার? এই যে হলুদ হয়ে আছ বাবলার ডালপালায়, এই যে আদিবাসী মেয়েটির অযত্ন খোঁপার মত জড়িয়ে ধরেছ একরত্তি কুলের মাথা ঘাড় বুক, এই যে রোদের তুষারকণা মেখে শুয়ে থাকা বাদামি বিদেশিনীর মত শুয়ে আছ শীতের অলসবেলায়, এ সব হলদেটে ভালোবাসা সাজিয়েছ কার জন্য? শীতের হিম আদর কি ভালো লাগে, তুরুল ফুল? এই যে, শুকিয়ে যাচ্ছে ত্বক, কষ্ট সেঁধিয়ে যাচ্ছে ফুটিফাটা মাটির ফাটলে, রোদের আড়ালে এসব কি বাঁচতে দেয় আসছে বসন্তের স্বপ্নকে? অস্থানিক কোকিল কি গায়ে মেখে নেয় তোমার হলুদ এই শীতমাসে, শান্তির অবকাশে ... তুরুল ফুল, শিশির ফোঁটার আদর মেখে বসে আছ একবার কুয়াশার ঘোমটা সরিয়ে দেখ, আমিও এসেছি হলুদের টানে, তোমার জানালার পাশে। =============================== অনিন্দ্য পাল প্রযত্...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।