যদি কোনো পাঁচ বছরের শিশুকে জিজ্ঞেস করা হয় 5th june কী ? সে এক ঝটকায় বলে দেবে বিশ্ব পরিবেশ দীবস । ইদুঁর দৌড়ের প্রতিযোগিতা যে চলছে জানতে তো হবেই । আবার ব্রেনোলিয়ার গুনও হতে পারে । এখানেই নদী আর মানুষের পার্থক্য ! নদীর বয়স কি আর একটা দুটো । ভাবুন তাহলে নদী কী শিখলো ? এই ধরুন গঙ্গা, যমুনা -ঋকবেদেও এদের উল্লেখ পাই । সেই অনুযায়ী এদের বয়স ৩৫০০বছর । এরও যে কত হাজার বছর আগে এরা নেমে এসেছে কে জানে ? এতোটা বয়স হওয়া সত্ত্বেও 5th june কী এরা জানে না । আমাদের ভাষায় বলতে পারি 5th june হচ্ছে ইয়ে পরিবেশকে পরিস্কার রাখার দিন । একটাই কিন্তু দিন । আর আমরা মানব জাতি বছরের ৩৬৫ দিনই নিজেদের পরিস্কার নিয়ে ব্যস্ত থাকি ।জন্ম থেকে মৃত্যু আমরা পরিস্কারই থাকি ।জন্মের সময় যত নোংরা আবর্জনা বের হলো step by step সেটা নদীতে গেলো আর আমরা পরিস্কার হলাম আবার মৃত্যুর পরও যা যা নোংরা আবর্জনা এমনকি আমাদের অস্থি পযর্ন্ত নদীর বুকে ভাসিয়ে দিয়ে আমাদের পরিবারের লোকজন পরিস্কার হলো । এতো গেলো জন্ম মৃত্যু তাছাড়া আর যতো নোংরা আবর্জনা যেমন ধরুন বিভিন্ন অনুষ্ঠানের মোড়ক থেকে শুরু করে পাতা , গ্লাস, বোতল,ফুল ,ফল, ঠাকুর-দেবতা...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।