যদি কোনো পাঁচ বছরের শিশুকে জিজ্ঞেস করা হয় 5th june কী ? সে এক ঝটকায় বলে দেবে বিশ্ব পরিবেশ দীবস । ইদুঁর দৌড়ের প্রতিযোগিতা যে চলছে জানতে তো হবেই । আবার ব্রেনোলিয়ার গুনও হতে পারে । এখানেই নদী আর মানুষের পার্থক্য ! নদীর বয়স কি আর একটা দুটো । ভাবুন তাহলে নদী কী শিখলো ? এই ধরুন গঙ্গা, যমুনা -ঋকবেদেও এদের উল্লেখ পাই । সেই অনুযায়ী এদের বয়স ৩৫০০বছর । এরও যে কত হাজার বছর আগে এরা নেমে এসেছে কে জানে ? এতোটা বয়স হওয়া সত্ত্বেও 5th june কী এরা জানে না । আমাদের ভাষায় বলতে পারি 5th june হচ্ছে ইয়ে পরিবেশকে পরিস্কার রাখার দিন । একটাই কিন্তু দিন । আর আমরা মানব জাতি বছরের ৩৬৫ দিনই নিজেদের পরিস্কার নিয়ে ব্যস্ত থাকি ।জন্ম থেকে মৃত্যু আমরা পরিস্কারই থাকি ।জন্মের সময় যত নোংরা আবর্জনা বের হলো step by step সেটা নদীতে গেলো আর আমরা পরিস্কার হলাম আবার মৃত্যুর পরও যা যা নোংরা আবর্জনা এমনকি আমাদের অস্থি পযর্ন্ত নদীর বুকে ভাসিয়ে দিয়ে আমাদের পরিবারের লোকজন পরিস্কার হলো । এতো গেলো জন্ম মৃত্যু তাছাড়া আর যতো নোংরা আবর্জনা যেমন ধরুন বিভিন্ন অনুষ্ঠানের মোড়ক থেকে শুরু করে পাতা , গ্লাস, বোতল,ফুল ,ফল, ঠাকুর-দেবতা...
সূচিপত্র বস্তু, চেতনা এবং কবি ।। সজল চক্রবর্তী দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনায় নব দিগন্ত ।। রণেশ রায় দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ও সন্নিহিত অঞ্চলের কথ্য শব্দ ।। অরবিন্দ পুরকাইত চাঁদে জীবন ।। শমীক সমাদ্দার অসমাপ্তি ।। মহুয়া হুই গ্যালাক্সির শব্দে ।। জাসমিনা খাতুন তিনটি কবিতা ।। দিবাকর সেন অপূর্ণতার শেষ অধ্যায় ।। সুপ্রিয় সাহা হাফ ডজন ছড়া ।। স্বপনকুমার পাহাড়ী স্বাপ্নিক অমলের ঘুৃম ।। সঞ্জয় দেওয়ান দুটি কবিতা ।। সৌমিত্র উপাধ্যায় পথ চলতি ✍️পার্থ প্রতিম দাস হেমন্তের বিষাদ ছুঁয়ে ।। শক্তিপদ পাঠক রাই আর বাবা ।। অদিতি চ্যাটার্জি স্থিতিশীল ।। রঞ্জিত মুখোপাধ্যায় হৃদয়ের শূন্য কোড ।। লিপিকা পিঙ্কি দে অমানিশা ।। সৌভিক মুখার্জী দৃষ্টিগত ।। শামীম নওরোজ জ্যান্ত ভূতের গপ্পো ।। পার্থ সারথি চট্টোপাধ্যায় ধুতরা ফুলের ঘ্রাণ ।। মজনু মিয়া তারা খসার আলোয় ।। তীর্থঙ্কর সুমিত উত্তরণে অন্তরায় ।। সমীর কুমার দত্ত প্রেম মুদ্রা ।। বিবেকানন্দ নস্কর ধারা ।। লালন চাঁদ অন্যের ব্যথায় ব্যথি ।। জগদীশ মণ্ডল গর্ভ ।। শাশ্বত বোস ভ্রমণ বিষয়ক স্মৃতিকথা ।। মানস কুমার সেনগুপ্ত শাপে বর ।। সাইফুল ইসলাম রবিবার ।। সঙ্ঘমিত্রা দাস দুটি ...