একুশ মানেই জয়শ্রী সরকার একটি দিনের একুশ তো নয়, একুশ সারাবছর ভাষাশহিদ দিবস মানেই সত্যি প্রাণের বাসর । এই ভাষাতেই কাঁদি-হাসি, প্রাণের পরাগ মাখি এই ভাষাতেই স্বপ্ন-সুখে দুঃখ-দৈন্য ঢাকি ! বাংলা মায়ের দামাল ছেলে রবীন্দ্র-নজরুল এই ভাষাতেই আগুন-আলোয় ফোটাচ্ছে যে ফুল। বাংলা মায়ের প্রাণের ভাষা ভায়ের রক্তে লাল একুশ মানেই ভাষাশহিদের স্মরণ করার কাল ! একুশ মানেই মনের মাঝে আমরা অকুতোভয় একুশ মানেই বিজয়োল্লাস, ভাষাশহিদের জয় । কোন্ ভাষাতে গাইবো মাগো দেশপ্রেমের গান ? মুখের ভাষা , বুকের ব্যথা বাংলা আমার প্রাণ ! একুশ মানেই আলোর দিশা নতুন চর্যাগান , একুশ মানেই অসীম আকাশ উড়ন্ত এক প্রাণ । একুশ মানেই ভোরের আজান, মোহন বাঁশির সুর একুশ মানেই সন্ধ্যাপ্রদীপ, আনন্দে ভরপুর ! *************************************** জয়শ্রী সরকার, দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ - ৭২১৩০৬
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।