একুশে ফেব্রুয়ারি
সমর আচার্য্য
সময় বয়ে যায় নদীর স্রোতের ন্যায়
আবার একুশে ফেব্রুয়ারি দুয়ারে দাঁড়ায়
রক্তে রাঙা এই দিনে কত শত বঙ্গসন্তান
মাতৃ ভাষার মান রাখতে করলো রক্ত দান ।
বাংলা যে আমার মায়ের ভাষা
আমার তোমার প্রাণের আশা
এই ভাষাতেই প্রথম কথা বলা
জড়িয়ে ধরে আমার মায়ের গলা।
বাংলা ভাষার রাখতে মান, বরকত
জব্বর, রফিকুর, সফিকুল্লা, সালাম
বন্দুকের নলের সামনে বাড়িয়ে বুক
উজ্জ্বল করলো বাংলা মায়ের মুখ।
ভাইয়ের রক্তে রাঙানো সেই দিন
আমরা কি ভুলতে পারি কোনদিন
তারা যে আমারই মায়ের সন্তান
তোমার আমার সবার আপনজন।
বাংলা ভাষা আমার মায়ের ভাষা
আমার গরব আমার সকল আশা
দুনিয়ায় সে সবার সেরার সেরা
সুললিত ছন্দে অপরূপ মনোহরা।
ভাষা দিবসের শহীদ অমর বঙ্গসন্তান
ভুলবে না বাঙালি একুশের জীবন দান
অমর একুশ রইবে বাঙালির মনে
শহীদদের প্রতি গর্বে,শ্রদ্ধায় স্মরণে।
============
সমর আচার্য্য
বিধাননগর, রায়গঞ্জ
উত্তর দিনাজপুর
Comments
Post a Comment